বান্দরবান পানিশুন্য বিভিন্ন এলাকার ভুক্তভোগীদের বিশুদ্ধ পানি সরবরাহ করছে সেনাবাহিনীর সদস্যরা।বান্দরবানে সেনা জোনের মানবিক উদ্যোগে বিভিন্ন এলাকার সাধারণ জনসাধারাণকে এই বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।এসময় সেনাবাহিনীর গাড়ীতে করে এলাকার সাধারণ জনগনকে এই পানি দেয়া হচ্ছে আর সাধারণ জনগণ লাইনে দাঁড়িয়ে চাহিদা মাফিক বিশুদ্ধ পানি গ্রহণ করছে।
বান্দরবানে সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, গ্রীষ্মকালীন বান্দরবানের বিভিন্ন এলাকায় চরম পানিশূন্যতা দেখা দেয় আর তাই পবিত্র মাহে রমজান ও ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের নববর্ষ সুন্দরভাবে উদযাপনের জন্য বিভিন্ন পাড়ায় পাড়ায় এই বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।সেনা জোনের পক্ষ থেকে আরো জানানো হয়,১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টানা তিন দিন ধরে বিভিন্ন এলাকার জনসাধারণের দ্বারে দ্বারে গিয়ে প্রয়োজনীয় বিশুদ্ধ পানি পৌঁছে দেবে সেনাবাহিনীর সদস্যরা।