
সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান পার্বত্য জেলার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) ৭ নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করেছেন জেলা সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত।সোমবার সকালে জেলার সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতে জামিন চাওয়ার জন্য হাজির হলে এই ৭ নেতা কর্মীকে জামিন বাতিল করে জেলা কারাগারের প্রেরণের জন্য নির্দেশ দেন তাহমিনা আফরোজ চৌধুরী।তারা হলেন উচসিং মারমা,মংন্তুু মারমা,উবাসিং মারমা,প্রীতি ভোষণ তংচঙ্গ্যা, অমিত তংঞ্চগ্যা,বাসেম বম,মংসিংশে মারমা।আদালত সূত্রে জানা গেছে বান্দরবান সদর থানার জিআর মামলা নং ১৬/২০১৬ মামলায় হাজির হয়ে জামিন চাওয়ার সময় তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে।