

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা শহরে আগুনে ঋষি সম্প্রদায়ের ১১টি দোকান ভস্মিভূত হয়েছে।সোমবার ভোরে শহরের সদর থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল বাহিনী ধারণা করছে।জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এসময় তারা ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ১ লাখ টাকাসহ চাল বিতরণ করেন।এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন,বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে ঋষীশেডটিকে আরো আধুনিক ও অন্যান্য সুবিধা সৃজন করে দ্রুত এটিকে পুনঃনির্মান করে দেয়া হবে।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোঃমকসুদ চৌধুরী,জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি এ.কে.এম.জাহাঙ্গীর আলম সহ জেলা অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ।উল্লেখ্য বরিবার রাতে অগ্নিকান্ডে এই শেডের এগারোটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।