বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদন্ড


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২৫ ১২:৩৪ : পূর্বাহ্ণ 72 Views

বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ে হায়দার আলী (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুন পাল এ আদেশ প্রদান করেন।মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হায়দার আলী (৩৫) রাঙামাটি জেলার চন্দ্রঘোনা রাইখালি ইউপির ৫ নম্বর ওয়ার্ডের খন্তাকাটা এলাকার মৃত লতিফুর রহমানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়,২০২০সালের সেপ্টেম্বরে রাঙ্গামাটির বাঙ্গার খালিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে রুপা আক্তারের সঙ্গে বিয়ে হয় একই জেলার রাইখালি ইউপির মৃত লতিফুর রহমানের ছেলে হায়দার আলীর।পরে শশুর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে যায় রিজিয়া।সেখান থেকে ২০২১ সালের ৭ আগস্ট বিকেল সাড়ে ৪টায় বাঙ্গাল খালিয়া তার চাচির বাড়ি যাবার কথা বলে ঘর থেকে বাহির হওয়ায় পর থেকে তাকে আর খুজে পাওয়া যায়নি।পর দিন ৮ আগস্ট বান্দরবান-রাঙামাটি সড়কের বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির গলাচিপা এলাকায় সড়কের পাশে হাত-পা বাঁধা ও গলা কাটা অবস্থায় রুপা আক্তারের মরদেহ পাওয়া যায়।

পরে মৃত রাজিয়ার বাবা নুরুল ইসলাম বাদি হয়ে ওই দিন রিজিয়ার কথিত প্রাক্তন প্রেমিক কাজল হোসেনের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশের তদন্তে রিজিয়া পারভিন হত্যাকান্ডে স্বামী হায়দার আলীর সম্পৃক্ততা পাওয়া।

পরে আদালতে বিভিন্ন স্বাক্ষ্য প্রমাণ গ্রহণে এই হত্যাকান্ড রিজিয়ার স্বামী হায়দার আলী ঘটিয়েছে তা প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক স্ত্রীকে হত্যার দায়ে হায়দার আলীকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন।বাদি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান,হত্যা মামলাটি প্রমাণিত হওয়ায় অসামী হায়দার আলীকে দন্ডবিধি ৩০২ ধারায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালতের বিচারক অরুন পাল,একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ২মাস কারাদন্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!