

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-তিন পার্বত্য জেলায় সন্ত্রাস,হত্যা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে স্থানীয়রা স্বোচ্ছার হয়ে উঠেছেন।সন্ত্রাসীদের চাঁদাবাজি স্থানীয় ব্যবসায়ী ও জুম চাষীদের অতিষ্ঠ করে তুলেছে।তাদের চাঁদার হাত থেকে রেহায় পাচ্ছেনা কলা চাষীরাও।পাহাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের দমনে নিরাপত্তা বাহিনী অগ্রণী ভূমিকা পালন করে আসছে।নিরাপত্তাবাহিনীর কর্মকাণ্ডে সন্ত্রাসীরা নির্বিঘ্নে চাঁদাবাজি কার্যকলাপ বাধা গ্রস্থ হওয়ায় সন্ত্রাসী সংগঠনগুলো এখন নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।পাহাড়ে সম অধিকার চিশ্চিত করতে ও উপজাতীয় সন্ত্রাসীদের সন্ত্রাস,চাঁদাবাজি বন্ধ এবং নিরাপত্তাবাহিনী প্রত্যাহরের ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার পার্বত্য নাগরিক পরিষদের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ছাত্র পরিষদের ফরহাদ ইসলাম জুয়েল,নাগরিক পরিষদের মহিলা সম্পাদিকা খুরশিদা ইমন,নাইক্ষংছড়ি উপজেলার নাগরিক পরিষদের আহ্বায়ক ছাইদুল আমিন বক্তব্য রাখেন।সমাবেশে বক্তারা বলেন,তিন পার্বত্য জেলায় সন্ত্রাসীরা চাঁদাবাজিতে ব্যবসায়ী ও জুম চাষীদের নাভির্সাস করে তুলেছে।প্রতিদিন অস্ত্রের মুখে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছে।আর চাঁদার টাকা দিয়ে অস্ত্র কিনে নিরাপত্তাবাহিনী,পুলিশ,বিজিবি ও স্থানীয়দের বিরুদ্ধে ব্যবাহার করছে।নতুন করে বস্তা পঁচা বাম পন্থি নামধারী নেতারা পাহাড়িদের পক্ষের নামে সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে। তারা নিরাপত্তাবাহিনী প্রত্যাহার করার দাবি তুলছে।যাতে সন্ত্রাসী সংগঠন গুলো জুম্মু ল্যান্ড তৈরি করে পার্বত্য এলাকাকে সন্ত্রাসীদের অভায়রণ্য করতে পারে এবং তিন পার্বত্য জেলাকে আলাদা রাষ্ট্র করার লিপ্ত হয়ে উঠেছে। সন্ত্রাসী ও বামপন্থি নেতাদের প্রতিহত করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।বক্তারা তিন পার্বত্য জেলায় আরও সেনা ক্যাম্প ও র্যাবের ব্যাটালিয়ন স্থাপনের দাবি জানান।