বান্দরবানে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২।
ডিজিটাল উদ্ভাবন মেলা উপলক্ষে রোববার (২০ নভেম্বর) দিনের শুরুতে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.শেখ ছাদেক,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,এএসএম শাহনেওয়াজ মেহেদী,প্রবীর বিশ্বাস,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা.আং চালু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল প্রমুখ।
মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজি ও অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই দিন এই মেলা চলবে।২১ নভেম্বর বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের পর মেলা শেষ হবে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর প্রোগ্রামার সুরুত আলম আকাশ নিশ্চিত করেছেন যে ৭০টি সরকারি-বেসরকারি স্টল এবারের মেলায় তাদের উদ্ভাবন উপস্থাপন করছে।
জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের স্টলে অবস্থান করে নাগরিকদের সামনে তাদের উদ্ভাবন তুলে ধরছেন।ডিজিটাল মেলার মাধ্যমে জনসাধারণকে কৃষি,স্বাস্থ্য, যোগাযোগ,জমি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে।