

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-৩দিনের টানা প্রবল বর্ষনে বান্দরবান পার্বত্য জেলায় বন্যা ও পাহাড় ধসে বান্দরবানে এলজিইডি আওতাধীন ক্ষতিগ্রস্থ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।এলজিইডি’র প্রধান প্রকৌলীর নিদের্শে ক্ষয়ক্ষতির পরিমান বের করে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুন:স্থাপনের লক্ষে সড়কের সংষ্কার কাজ শুরু করা হচ্ছে।বৃহস্পতিবার সকালে বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কমিটি’র আহবায়ক ও চট্টগ্রাম এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী (বাস্তাবায়ন) মোঃআবদুর রশিদ খান,নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা,জেলা কমিটি’র সদস্য সহকারী পানি সম্পাদ প্রকৌশলী উখাং মং মারমা,সদর উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিনসহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা।নির্বাহী প্রকৌশলী (বাস্তাবায়ন) মোঃআবদুর রশিদ খান বলেন,এর আগে কোন রাস্তা ভেঙ্গে গেলে আমরা এত দ্রুত কাজ করিনি।তিনি আরো বলেন “সাম্প্রতিক ৩দিনের টানা প্রবল বর্ষণ জনিত কারণে বান্দরবান,রাঙ্গামাটি, চট্টগ্রাম জেলার এলজিইডি‘র আওয়াতাধীন সড়ক, ব্রীজ,কালভার্টসহ অন্যান্য অবকাঠামোর বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে।ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের ও বিচ্ছিন্নকৃত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের লক্ষ্যে এলজিইডির প্রধান প্রকৌশলীর মৌখিক নির্দেশে বান্দরবান রাঙ্গামাটি ও চট্টগ্রামের ৩ টি কমিটি গঠন করে হয়।এ লক্ষ্যে বান্দরবানের ৭টি উপজেলার ১৪টি সড়কে মোট ব্যয় ধরা হয়েছে ৩১ লক্ষ ৫০ হাজার টাকা।