

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-“চিরতরে ম্যালেরিয়া হোক অবসান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রঙ্গনে গিয়ে শেষ হয়।পার্বত্য জেলা পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান থোয়াই হ্লা মং মার্মা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যপাক ডা:আবুল কালাম আজাদ,বিভাগীয় পরিচালক ( চট্রগ্রাম শাখা) ডা:আলাউদ্দিন মজুমদার,ঢাকা নিপসম (প্যারা সাইটোলজী এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডা:বেনজির আহামদ,বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃশহিদুল আলম,ঢাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও (বিশ্ব স্বাস্থ্য) উপ-সচিব মোঃ মোতাহার হোসেন,ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের ডা: এম.এম আকতারুজ্জামান,ঢাকা ব্রাক ম্যালেরিয়া কর্মসূচী প্রধান ডা:মোক্তাদির কবির,চট্টগ্রামের সিভিল সার্জন ডা:আজিজুর রহমান সিদ্দিকী, বান্দরবানের সিভিল সার্জন ডা:উদয় শংকর চাকমা,বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা:অং চা লু,ব্রাক বান্দরবান এরিয়া ম্যানেজার মোঃ ওমর ফারুক সহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন বাংলাদেশ বেতার বান্দরবান এরিয়ার সংবাদ পাঠক মিলন কুমার ভট্টাচার্য্য।আলোচনা সভায় অতিথিরা বলেন,সঠিক চিকিৎসা,রোগ নির্ণয় ও সচেতনতার কারণে সারাদেশে ম্যালেরিয়া রোগ কমে আসলেও পার্বত্য চট্টগ্রামের তিন জেলা এখনও এ রোগের জন্য ঝূঁকিপূর্ণ।অন্যান্য রোগের চেয়ে ম্যালেরিয়া রোগ বান্দরবান,রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার বাসিন্দাদের জন্য আতংঙ্ক।তাই এই সব অঞ্চলে ম্যালেরিয়া রোধে বিশেষ পদক্ষেপ গ্রহন করার আহবান জানান স্বাস্থ্য বিভাগ গুলোকে।পরিশেষে সভাপতি বান্দরবানের থানচি ও অন্যান্য ম্যালেরিয়া পবণ ঝুকিপূর্ণ এলাকাকে চিহ্ন করে স্বাস্থ্য সেবার মান আরো উন্নত করার আহবান জানান।