বান্দরবান পৌর মহিলা আওয়ামীলীগ এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ মার্চ) বান্দরবান জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক পৌর মেয়র মো.ইসলাম বেবী।বিকাল ৩ টায় আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৩ সদস্য এর আংশিক কমিটির ঘোষনা করেন।এতে পৌর কাউন্সিলর সাহানারা আক্তার শানু কে সভাপতি এবং আরেক পৌর কাউন্সিলয় দীপিকা রানী তঞ্চঙ্গ্যাকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়।
সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত বান্দরবান জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জোহরা চৌধুরী।জেলা মহিলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক তিং তিং ম্যা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী নেত্রী মিসেস এ ম্যা চিং মারমা।
এসময় পৌর মেয়র ইসলাম বেবী বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহিলা আওয়ামীলীগ বান্দরবান জেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রস্তুতি নিচ্ছে।এরই অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।নবনির্বাচিত এই পৌর মহিলা আওয়ামীলীগ এর কমিটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর জয় নিশ্চিত করতে এখন থেকেই কাজ শুরু করবে।
পৌর আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাশা, পৌর শ্রমিক লীগ এর সিনিয়র সহসভাপতি মো.রফিকুল ইসলাম,নারী নেত্রী সানজিদা আক্তারসহ নয়টি ওয়ার্ডের মহিলা নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।