

নিজস্ব প্রতিবেদকঃ-প্রতিটি মিনিট নিখুঁত ছাপার নিশ্চয়তা নিয়ে বান্দরবান জেলা শহরে ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।আসছে ২৮ এপ্রিল’২০১৭ সকাল দশটায় সম্প্রীতির বান্দরবানে মুদ্রন শিল্পকে ডিজিটালের ছোঁয়া দিতে বান্দরবান প্রেস মালিক সমিতির উদ্যোগে ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে আয়োজক সুত্রে জানা যায়।শুভ উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডট নাইন ডিজিটাল প্রিন্ট এর উদ্বোধন ঘোষণা করবেন বলে জানিয়েছেন বান্দরবান প্রেস মালিক সমিতির অন্যতম মুখপাত্র শওকত বাবলু।৩০ মিনিটে আপনার ডিজিটাল ব্যানার বুঝে নিন এই প্রত্যয় ব্যাক্ত করে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ মুহুর্তে সকলকে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন বান্দরবান প্রেস মালিক সমিতি।আয়োজক সুত্র সিএইচটি টাইমস ডটকমকে জানান বান্দরবান জেলা শহরের ৯টি প্রতিষ্ঠান যৌথভাবে ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোন পরিচালনা করবে। সুতরাং গ্রাহকরা ডট নাইনের আওতাভুক্ত দোকান গুলো থেকে যেকোনও সময় আর্জেন্ট ডিজিটাল ব্যানার ছাপাতে পারবে।ডট নাইন আওতাভুক্ত দোকান গুলো হলো নীলগিরি এ্যাড,আনন্দ এ্যাড,বনতুলি এ্যাড,একতা প্রিন্টার্স,গ্রাফিক্স কম্পিউটার,নকশা আর্ট,ক্লাসিক আর্ট,অংকন আর্ট,রাদানা প্রিন্টার্স।উল্লেখ্য,বান্দরবান জেলা শহরে ডিজিটাল ব্যানার তৈরির কোনও প্রতিষ্ঠান না থাকায় বান্দরবান এর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলোর বিভিন্ন অনুষ্ঠানের ব্যানার সূদূর চট্রগ্রাম থেকে তৈরী করতে হতো বিধায় নানা রকম বিড়ম্বনার স্বীকার হতে হয়।ভুক্তভোগীরা এমন উদ্যোগ এর খবরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়েছেন এবং পণ্যের মান নিশ্চিত করতে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের প্রতি আহবান জানিয়েছেন।পাশাপাশি তাঁরা উক্ত প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।