মোহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:-বান্দরবানে জেলা প্রশাসকের আয়োজনে বিভিন্ন মসজিদের খতিব,রাজনৈতিক ব্যাক্তি,আইনজীবি,ব্যবসায়ী,বিভিন্ন বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ সমাজের সুধিজনদের নিয়ে ইফতার মাহফিল ও রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের বাস ভবন প্রাঙ্গনে এর আয়োজন করা হয়।বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহধর্মীনী মিসেস মে হ্লা প্রæ,বান্দরবান জেলা ও দায়রা জজ লা মং,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,সার্কেল চীফ (বোমাং সার্কেল) বোমাংগ্রী উ চ প্রæ,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার,সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমা,জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি এডভোকেট মোঃ জয়নুল আবেদীন,বান্দরবান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃজামান উদ্দীন চৌধুরী,এ্যাডভোকেট আবুল কালাম,সদর থানার অফিসার ইনর্সাজ(ওসি) রফিকুল্লাহসহ সরকারী বেসরকারী কর্মকর্তা,সুশিল সমাজের বিশিষ্ট নাগরিকেরা।এছাড়াও অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা আলা উদ্দীন ইমামী,বান্দরবান বনরুপা পাড়া জামে মজিদের খতিব মৌলানা আব্দুল আওয়াল,জজকোর্ট জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক,ইসলামি সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বদিউল আলম প্রমুখ।ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তরা বলেন,নামাজের মত রমজান শরীফের রোজাকে আমাদের উপর ফরজ করা হয়েছে,মহান আল্লাহ বলেন,রোজা একমাত্র আমার জন্য,যে ব্যক্তি যথাযত নিয়মে রমজান মাসের ফরজ রোজা পালন করবে,তাঁর পুরুস্কার আমি নিজ হাতে ঐ বান্দাকে দিবে,রোজা দারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেস্ক আম্বরের চেয়ে প্রিয়।আর যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা সম্পদের সঠিক হিসাব করে তার উপর যত পরিমাণ যাকাত আসে সেই পরিমাণ যাকাত গরীব-মিসকিনদের দিয়ে দেওয়া ফরজ,কারণ যাকাতের টাকার মালিক গরীব-মিসকিনরা।নামাজ রোযার মত যাতাক ও ফরজ,অনেকে মনে করে কিছু টাকা ব্যাংক থেকে তুলে ফকিরদের দান করে দিলে হয়ে যাবে। সেটা ভূল ধারনা,কারণ যে ব্যক্তির সাড়ে সাত তুলা র্স্বণ,ও সাড়ে বায়ান্ন তুলা রৌপ্যর অর্থ এক বছর পরিমান থাকলে লোনের টাকা বাদ দিয়ে যা থাকবে তার উপর হিসাব যাকাত দিতে হবে। জেলা প্রশাসক উপস্থিত সকলকে উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।পরিশেষে দেশ-জাতি সমগ্র মানব জাতির কল্যানে বিশেষ মুনাজাত করা হয়,মুনাজান পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা আলা উদ্দীন ইমামী।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.