

বান্দরবানের সুয়ালক ইউনিয়নে সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মাটি ব্যবসায়ী মো.ফরিদ (৫০) নামে এক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে ৪নং সুয়ালক-টংকাবতী সড়কের মাঝেরপাড়া এলাকার ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি হলেন মো.ফরিদ ওরফে মাটি ফরিদ (৫০)।সে সাতকানিয়া উপজেলা ৩নং ওয়ার্ডের কেউচিয়া গ্রামের রশ্মিদ আহম্মদের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় মাহিন্দ্র চালক মো.তৌহিদুল ইসলাম জানান,আমি বিকালে মাঝেরপাড়া রাস্তার মাথায় যাওয়ার সময় দেখি প্রধান সড়কের পাশে স্থানীয় কিছু লোকজন লাশটির সামনে জড়ো হয়ে আছে।তখন সাথে সাথে ৯৯৯ নাম্বারে কল দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।নিহত ব্যক্তির ভাতিজা মো.আলী জানান,সকালে সে বান্দরবানে এলাকায় ঘুরতে আসে।সন্ধ্যায় একজন কল দিয়ে খবর দিলে এসে দেখি রাস্তার কিনারে চাচার নিথর শরীরটা পড়ে আছে।আরো জানান,তিনি কেউচিয়া এলাকায় বহুদিন যাবৎ ধরে মাটি ব্যবসায় করতেন।তাকে এক নামে মাটি ফরিদ বলে সবাই চিনে।এইদিকে ৪নং সুয়ালকে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান উক্যনু মারমা তথ্যটি নিশ্চি করেন বলেন,এলাকাবাসী মাধ্যমে খবর পেয়েছি এক ব্যক্তির লাশ রাস্তার পাশে পড়ে আছে।নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত আছি বলে ফোনটি কেটে দেন তিনি।এ বিষয়ে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করেছি।নিহতের পরিবার আসলে ঘটনাটির ব্যাপারে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।এদিকে রাত এগারোটার দিকে নিহত মাটি ফরিদের লাশটি কেওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.মনির ও তাঁর পরিবারের সদস্যরা নিজেদের জিম্মায় কেওচিয়াতে নিয়ে গেছেন বলে একটি নির্ভরযোগ্য সুত্র সিএইচটি টাইমস ডটকমকে নিশ্চিত করেছে।