সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের লামা উপজেলায় বসত ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতরা হলেন,ক্যহ্লাচিং মার্মা (৭৫) ও তার স্ত্রী চিংহ্লানি মার্মা (৫০)।শুক্রবার গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোট পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ক্যহ্লাচিং মার্মা ইয়াংছা ছোট পাড়ার বাসিন্দা মৃত মংছাচি মার্মার ছেলে।এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।স্থানীয় সূত্র জানায়,প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও ক্যহ্ণাচিং মার্মা ও তার স্ত্রী খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুইজনকেই গলা কেটে হত্যা করে ঘরে রক্ষিত টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুসিং মার্মা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নিহত ক্যহ্লাচিং মার্মার সাথে তার বড় ভাই ও ছেলে মেয়েদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে বৈঠকও হয়।স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন বলেন,ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2025 Chttimes.com. All rights reserved.