বান্দরবানে নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বলেছেন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই বান্দরবানকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।তিনি বান্দরবান জেলার জনসাধারনের ভালোবাসা নিয়েই এখান থেকে আগামীতে বিদায় নিতে চান।অর্থ নিতে চাইনা তবে ভালোবাসাটা নিয়ে কাজ করতে চাই উল্লেখ করে তিনি বান্দরবানের সাংবাদিকদের পেশাগত কার্যক্রমের প্রশংসা করেন।তিনি বলেন,হলুদ সাংবাদিকতা আমাদের সবাইকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করে।আমরা এবিষয়ে প্রশ্নবিদ্ধ হই।জাতীয় পত্রিকার সাংবাদিকদের সত্যিকারের বিবেকবান উল্লেখ করে তিনি আরও বলেন, নৈতিকভাবে বিচার বিশ্লেষন করেই জাতীয় পত্রিকার সাংবাদিকরা সংবাদ প্রকাশের চেষ্টা করেন।
বান্দরবান জেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় সভাপতির জেলা প্রশাসক শামীম আরা রিনি আরও বলেন, ‘অর্থের প্রতি আমার কোনো লোভ নেই,তবে মানুষের ভালোবাসার প্রতি লোভ রয়েছে।তাই এখান থেকে যাওয়ার সময় আমি অর্থ নয়,বান্দরবানবাসীর ভালোবাসা নিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের প্রধান অর্থনৈতিক শক্তি হচ্ছে পর্যটন।পর্যটন খাতের সম্প্রসারণে আরও বেশি গুরুত্ব দেওয়া হলে পাহাড়ি জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।আমি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের প্রতি বিশেষ দুর্বলতা অনুভব করি এবং এর সুরক্ষা ও উন্নয়নে সবার পরামর্শ নিয়ে কাজ করে যাব।’
এসময় জেলা প্রশাসক বান্দরবান জেলার সার্বিক উন্নয়ন এবং জনগণের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরে বলেন, ‘সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক।সাংবাদিকরা যদি আমার কোনো ভুলত্রুটি ধরিয়ে দেন তবে আমি সেটি গ্রহণ করব এবং বান্দরবানের সমস্যাগুলো ও সম্ভাবনাগুলো খুঁজে বের করার জন্য আমি সহযোগিতা চাই।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম.মনজুরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেব,সহকারী কমিশনার (এনডিসি) আসিফ রায়হান,সচিত্র মৈত্রী সম্পাদক অধ্যাপক ওসমান গণিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।