

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খিচুড়ী বিতরণ করেছে বান্দরবান যুব রেড ক্রিসেন্ট সোসাইটি,বান্দরবান ইউনিট এর সদস্যরা।বান্দরবান যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান নাজমুল হোসেন বাবলুর নেতৃত্বে এই খিচুড়ী বিতরণ করা হয়।মঙ্গলবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া ৩৫০ জন নারী,শিশু ও পুরুষের মাঝে এই খিচুড়ী বিতরণ করা হয়।এসময় কয়েক প্রকারের সবজি,ডাল ও মুরগি মিশ্রিত উন্নতমানের এই খিচুড়ী পেয়ে বন্যা দুর্গতরা তাদের কষ্টের মধ্যেও আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।খিচুড়ী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান যুব রেডক্রিসেন্ট ইউনিটের টিপু দাশ,আকতার হোসেন,বাবলু বড়ুয়া,রাজু,কাঞ্চন, ফয়সাল,রুবেল,নাজমুল,শাহীন,এষা,মেহেদি,সায়মা,বৃষ্টি,লিলি প্রু,আফরোজা প্রমুখ।যুুব রেডক্রিসেন্ট বান্দরবান ইউনিট এর যুব প্রধান নাজমুল হোসেন বাবলু সিএইচটি টাইমস ডটকমকে বলেন, আর্তমানবতার সেবায় যেকোনও দুর্যোগ মোকাবেলায় বান্দরবান যুব রেডক্রিসেন্ট ইউনিট সবসময় প্রশাসন ও সরকারের সহায়ক শক্তি হিসেবে ভুমিকা পালন করে আসছে।বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় বান্দরবান যুব রেডক্রিসেন্ট ইউনিট অতীতের ন্যায় আগামীতেও কাজ করে যাবে।