বান্দরবান অফিসঃ-ফের তৃণমূলে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।গত চার মাসে তৃণমূলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের এটি তৃতীয় সফর।এর আগে গত ডিসেম্বরে প্রথম দফায় ও ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় তৃণমূল সফর করেছেন তারা।তাদের গুরুত্ব পাচ্ছে এই সফরে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিতে চলমান আন্দোলনকে বেগমান করা এবং আগামী জাতীয় নির্বাচনের বার্তাসহ-নানা বিষয়।এই সফর উপলক্ষে দলের ৭৮টি সাংগঠনিক জেলার কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ৩৭টি টিম গঠন করা হয়েছে।১০ এপ্রিলের মধ্যে টিমগুলোর সফর শেষ করতে কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে।স্থায়ী কমিটি থেকে শুরু করে চেয়ারপারসনের উপদেষ্টা,ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতাদের টিম প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।সফর শেষে দায়িত্বপ্রাপ্ত নেতারা বিএনপি মহাসচিবকে সংশ্লিষ্ট এলাকার একটি রিপোর্ট দেবেন।এ প্রসঙ্গে দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ব্রেকিংনিউজকে বলেন,জেলা পর্যায়ের নেতাকর্মীদের সমস্যার কথা শুনতে এবং মিথ্যা মামলায় আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ-নানা বিষয়ে দলের নেতাকর্মীদের তৎপরতা বৃদ্ধির লক্ষে এই সাংগঠনিক সফর।তারা সেখানে কর্মীসভাও করবেন।বিএনপি সূত্রে জানা গেছে, ২৩ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে সফর শেষ করতে হাইকমান্ড থেকে নির্দেশনা দেয়া হবে।দলের ৭৮টি সাংগঠনিক জেলার সফরে দায়িত্বপ্রাপ্তদের নিয়ে আগামীকাল বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে।সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন জেলা শাখার দায়িত্বে কে,তা আনুষ্ঠানিভাবে জানাবেন।টিমের দায়িত্বপ্রাপ্তরা হলেন-পঞ্চগড়,ঠাকুরগাঁও ও লালমনিরহাটে আবদুস সালাম,সৈয়দপুর ও নীলফামারীতে মিজানুর রহমান মিনু,দিনাজপুর ও কুড়িগ্রামে আবুল খায়ের ভূঁইয়া,রংপুর জেলা ও মহানগরে হারুন অর রশিদ,গাইবান্ধায় হাবিবুর ইসলাম হাবিব,জয়পুরহাটে মীর সরাফত আলী সফু, বগুড়া ও পাবনায় ইকবাল হাসান মাহমুদ টুকু।নওগাঁয় হেলালুজ্জামান লালু,রাজশাহী জেলা ও মহানগর নজরুল ইসলাম খান।নাটোর ও সিরাজগঞ্জে এজেডএম জাহিদ হোসেন,কক্সবাজার ও বান্দরবানে মীর মোহাম্মদ নাছির উদ্দিন, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও মানিকগঞ্জে ড. খন্দকার মোশাররফ হোসেন,সিলেট জেলা ও মহানগর মোহাম্মদ শাহজাহান,মৌলভীবাজার ও হবিগঞ্জে ইনাম আহমেদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে গোলাম আকবর খোন্দকার।কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগর আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামালপুরে মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী,শেরপুর ও নেত্রকোনায় আহমদ আযম খান, ময়মনসিংহ উত্তর,দক্ষিণ ও নোয়াখালীতে ড. আবদুল মঈন খান।লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জে অধ্যাপক জয়নাল আবেদীন,মুন্সীগঞ্জ ও গাজীপুরে ব্যারিস্টার মওদুদ আহমদ, নরসিংদী ও টাঙ্গাইল মনিরুল হক চৌধুরী,নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বরকতউল্লাহ বুলু।রাজবাড়ী ও ফরিদপুরে ফজলুর রহমান,গোপালগঞ্জে তৈমুর আলম খন্দকার, মাদারীপুর ও শরীয়তপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সুনামগঞ্জে শওকত মাহমুদ, কুষ্টিয়া ও মেহেরপুরে জয়নুল আবদীন ফারুক, চুয়াডাঙ্গায় আতাউর রহমান ঢালী,ঝিনাইদহ ও সাতক্ষীরা নিতাই রায় চৌধুরী,মাগুড়া ও নড়াইল হাবিবুর রহমান হাবিব।খুলনা জেলা ও মহানগরে হাফিজউদ্দিন আহমেদ,বরগুনা ও ঝালকাঠিতে মজিবুর রহমান সরোয়ার,ভোলায় শহীদউদ্দিন চৌধুরী এ্যানী,বরিশাল জেলা ও মহানগরে মির্জা আব্বাস এবং পিরোজপুর ও পটুয়াখালীতে খায়রুল কবীর খোকন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.