এম মহিউদ্দীন চৌধুরী,চট্টগ্রামঃ-১১ মাস কারাভোগের পর সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে ১১ জুন ২০০৮ খ্রি.তারিখে মুক্তি পান বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।তাঁর কারাভোগ থেকে মুক্তির এ দিবস স্মরনে ১১ জুন ২০১৭ খ্রি.রবিবার বিকেলে নগরীর ডিসি হিল চত্বরে নির্মাণ প্রকাশনা পরিষদ কতৃক আয়োজিত
এক আলোচনা সভা প্রকাশনা পরিষদের সম্পাদক ও প্রকাশক এম মহিউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর,প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি ও ৭নংচরনদ্ধীপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম,বক্তব্য রাখেন এম আর তাওহিদ,মোঃ দিদার,কে এম পারভেজ,আবু বক্কর,মেজবাহ উদ্দীন,আইয়ুব আলী,মোঃ ইয়াছিন।প্রধান অতিথি হেলাল আকবর চৌধুরী বলেন সেনা সমর্থিত তৎকালিন তত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ধানমন্ডির বাসভবন থেকে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল,তৎকালিন সরকার শেখ হাসিনাকে রাজনীতি থেকে চিরতরে অবসর নেবার জন্য ষড়যন্ত্র করেছিল। তাঁর উপর নানামুখি চাপ দিয়ে তাকে মানসিক ভাবে পর্যদস্ত করার জন্য প্রয়াস চালিয়েছিল।আপোষহীন এই নেত্রী মনের দিক দিয়ে দৃঢ় চেতা ছিলেন বলে সকল ধরনের মানসিক নির্যাতন তিনি হজম করেছিলেন।জনগনের আন্দোলনে তৎকালিন সরকার অসুস্থ শেখ হাসিনাকে মুক্তিদিতে বাধ্য হন।তিনি আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের শীর্ষে পৌছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.