চলতি বছরের মধ্যে বাস রুট রেশনালাইজেশনের প্রস্তাবিত ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস রুটের প্রথম পাইলটিং শেষ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এই রুটে প্রতি কিলোমিটারের জন্য ২ টাকা ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দক্ষিণ সিটির নগর ভবনের বুড়িগঙ্গা হলে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন বিষয়ক কমিটির ১৬তম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
ভাড়া কত নির্ধারণ করা হয়েছে জানতে চাইলে মেয়র জানান, ‘প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এখন এতে মন্ত্রণালয়ের সম্মতি লাগবে, অনুমোদন লাগবে। আশা করছি যেহেতু বিআরটিএ কার্যক্রম সম্পন্ন করেছে, মন্ত্রণালয়ও এটা নির্ধারণ করে দেবে।’
মেয়র তাপস বলেন, ‘আমরা আশাবাদী যে, আমরা এই (বর্তমান) গতিতে যদি আগাতে পারি, তবে এ বছরের মধ্যেই পাইলটিংটা শেষ করতে পারব। এই পাইলটিং শেষ করার মাধ্যমে প্রথম ধাপটা এগিয়ে গেলেই বাকি রুটগুলো আমরা এই রুটের সঙ্গে সন্নিবেশ করতে পারব। আমরা মনে করছি, সঠিক পথেই রয়েছি।’
ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রুটের বাস ভাড়া নির্ধারণের বিষয়টি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ওপর অর্পিত ছিল এবং তারা সেটা সম্পন্ন করেছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘বিআরটিএ এরইমাঝে প্রস্তাবিত রুটের ভাড়া নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করে তা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।’
ঘাটারচর থেকে কাঁচপুর, নতুন এই রুটে ১ এপ্রিল থেকে বাস চালুর ঘোষণায় কোনো পরিবর্তন আসবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা আশা করছি ১ এপ্রিল থেকেই শুরু করতে পারব। বাসগুলো মেরামত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের কাছে সহজ শর্তে এবং সুদে ১০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছি। যেগুলো বাস মালিকদের দেওয়া হবে, যাতে তারা এই কার্যক্রম করতে পারে। এরই মাঝে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মৌখিকভাবে সম্মতি দিয়েছেন।’
সভায় ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.