

বান্দরবানের রুমায় দুর্গম এলাকা থেকে একজনের গলিত লাশ উদ্ধার করেছে রুমা থানা পুলিশ।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রুমা সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের হারমন পাড়া থেকে দার্জিলিং পাড়া যাওয়া পথে পার্শ্ববর্তী রুনতং খুমী পাড়া পাহাড়ে একটি খাদ থেকে লাশটি উদ্ধার করেছে রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোহাম্মদ মনির হোসেন নেতৃত্বে পুলিশের একটি দল।লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।তবে লাশের পরিচয় শনাক্ত হয়নি বলে জানান তিনি।পরিবারের সদস্যদের দাবি উদ্ধার হওয়া এ গলিত লাশটি লালরামচনহ্ বম লারাম (৪৩) এর। তিনি বগালেক পাড়ার সাংরিয়াম বমের বড় ছেলে ও পর্যটন স্পট বগালেক কটেজ ও খাবার হোটেল ব্যবসা করতেন।