

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-ইংরেজি নববর্ষ কে স্বাগত জানাতে নতুন বছর উপলক্ষ্যে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার জেলায় অবস্থিত নোঙর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র।অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিলো,”ঘুচিয়ে আঁধার দেখান আলো,সমাজটাকে রক্ষিত করা ভালো”।এই উপলক্ষ্যে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সেন্টারের নিজস্ব হলরুমে সেমিনার এর মধ্য দিয়ে নতুন বছর উদযাপন এর প্রাথমিক কার্যক্রম এর শুভসূচনা হয়।নোঙর পরিচালক সুজন দাশের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোঙর এর নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোঙর ব্যাবস্থাপক এম.আর.রহমান।সেমিনার শেষে রাত সাড়ে ৮টায় হরেক রকমের সুস্বাদু খাবার দিয়ে অতিথিরা রাতের খাবার গ্রহণ করেন।
পরে রাত ৯ঃ১৫ মিনিটে শুরু হয় জমকালো গানের আসর।নোঙর সেন্টারের অনেকেই উক্ত গানের আসরে নিজেদের নিজস্ব ভঙ্গিতে গান গেয়ে উপস্থিত সকলকে বিমূহিত করে তোলেন।জমকালো গানের আসর শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট বিশ থেকে ত্রিশ জন এই র্যাফেল ড্রতে পুরষ্কৃত হন।র্যাফেল ড্র এর সার্বিক বিষয় তত্বাবধান করেন নোঙর এর প্রোগ্রাম কর্মকর্তা সুজন চক্রবর্তী এবং নোঙর এর কার্যালয় সহায়ক হুমায়ুন কবীর।অনুষ্ঠানের প্রধান অতিথি নোঙর এর নির্বাহী পরিচালক দিদারুল আলম রাশেদ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।এসময় পুনরুদ্ধার ক্লায়েন্ট/পুনরুদ্ধার/গার্ডিয়ান ও সিভিল সোসাইটির ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।