বান্দরবান পার্বত্য জেলার প্রথম ইংরেজি অনলাইন দৈনিক বান্দরবান ট্রিবিউন ডটকম এর উদ্যোগে আয়োজিত জার্সি উন্মোচন,কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গন এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং জেলা ক্রীড়া সংস্থা এর যুগ্ন সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বীর বাহাদুর উশৈসিং বলেন,খেলোধুলা এবং আমাদের খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য বান্দরবান ট্রিবিউন ডটকম এর উদ্যোগে জার্সি উন্মোচন এবং কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।সমাজের যারা বিত্তবান আছে এইভাবে সবাই যদি এগিয়ে আসে তাহলে আমাদের ক্রীড়াঙ্গন একদিন সাফল্যের শীর্ষ চূড়ায় স্থান করে নিবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সর্বক্ষেত্রে তা নিশ্চিত করতে হবে।স্মার্ট ক্রীড়াঙ্গনও স্মার্ট বাংলাদেশের অবিচ্ছেদ্য একটি অংশ।সাফ গেমসে আমাদের স্বর্ন জয় এর সাফল্যের খবর সারা পৃথিবীর মানুষ জেনেছে।উপস্থিত আমার প্রিয় খেলোয়াড়রা একদিন শুধু বান্দরবান জেলা নয় সারাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্ব মঞ্চের ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করবে এবং আরও বড় বড় সাফল্য নিয়ে আসবে এমন প্রত্যাশা জানিয়ে ৭ বারের এই সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি এসময় উপস্থিত সকল খেলোয়াড়কে অভিনন্দন জানান।এসময় ভারতে অনুষ্ঠিত ৭ম আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশীপ-২০২৩ প্রতিযোগিতায় পদক জয়ী তিন খেলোয়াড়কে তিনি "স্মার্ট প্লেয়ার অব বান্দরবান" শীর্ষক সম্মাননা স্মারক তুলে দেন।এছাড়া তাৎক্ষণিক তিনি এই তিন কৃতি খেলোয়াড় এর প্রত্যেক কে প্রাইজমানি উপহার দিয়েছেন।পরে তিনি খেলোয়াড়দের নিয়ে উৎসবমূখর একটি পরিবেশে কেক কাটেন এবং স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গন শীর্ষক জার্সি উন্মোচন করেন।এসময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী তিন কৃতি খেলোয়াড় নিজেদের পদক জয়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং উপস্থিত সবার কাছ থেকে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।সিএইচটি টাইমস ডটকম ও বান্দরবান ট্রিবিউন ডটকম এর প্রতিষ্ঠাতা সংবাদ কর্মী লুৎফুর রহমান (উজ্জ্বল) এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এসময় বিভিন্ন ইভেন্ট ভিত্তিক খেলোয়াড়,ক্লাব কর্মকর্তাসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।এদিন কারাতে,ফুটবল এবং কাবাড়িসহ বেশ কিছু ইভেন্টের জন্য একশোরও বেশি জার্সি,প্র্যাকটিস জার্সি ও বলসহ ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।এবিষয়ে লুৎফুর রহমান (উজ্জ্বল) বলেন,স্মার্ট বান্দরবান-স্মার্ট ক্রীড়াঙ্গন এই স্লোগান কে সামনে রেখে আমরা ক্রীড়া সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন করতে চাই।এই স্লোগানটি আমরা প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে কাজ করছি।সকলের আন্তরিক সহযোগিতা সর্বপোরি পরামর্শ নিয়েই আমরা এই কার্যক্রমটি পরিচালনা করবো।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.