নরেন্দ্র মোদি আমলেই তিস্তার সমাধানঃ-(ওবায়দুল কাদের)


প্রকাশের সময় :২ জুন, ২০১৮ ৮:৪৮ : অপরাহ্ণ 747 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রধানমন্ত্রী ভারত সফরে তিস্তা নিয়ে সংবাদ সম্মেলনের যারা প্রশ্ন করেন আজকের আপনারা সংবাদিকরা এবং আজকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারসুরে চিৎকার করছে তিস্তা নিয়ে তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এবার প্রধানমন্ত্রী ভারত সফরে তিস্তা নিয়ে কোন এজেন্ডা ছিল কিনা? তিস্তা নিয়ে কোন চূক্তি ছিল না। এজেন্ডা ছিল কলকাতা রাজধানীতে শান্তি নিকেতন সমাবর্ধণ সেখানে বাংলাদেশ ভবনে উদ্ভোধন এবং আহসান হলে নজরুল বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দিল্লীপ উপাধিতে ভূষিত করেছেন। সে দিল্লীপ উপাধী গ্রহন করেছেন নজরুল বিশ্ববিদ্যালয়ে। এজেন্ডা ছিল এই দুইটা । তার বাহিরে দুই প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রীও নিয়ম অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলেছেন দ্বিপাক্ষীক। ওয়ায়দুল কাদের আরও বলেন, আমি একটা কথা বলতে চাই এটা হচ্ছে আমাদের বন্ধুত্বটা ভাতের সাথে এতসুসম্পর্ক সময় সময়কালীন এতটা ভাল ছিল না। সু- সম্পর্ক যদি থাকে সে অবস্থাতেই সীমান্ত চুক্তির বাস্তবায়ন হয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনা এবং ভারতের নন্দিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সময়ে এবং এখানে আরেকটা কথা হচ্ছে সেটা সীমান্ত চুক্তির সমূদ্র সীমা নিয়ে যে সমস্যা ছিল তারও সমাধান হয়েছে। চিৎতমহল গুলো শান্তিপূর্ণভাবে সমাধান হয়েগেছে আমাদের এই সরকার আমলে।সেখানে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি যে,আশ্বাস দিয়েছেন তিস্তাসহ কিছু বিষয় সমাধান করবেন।সে আশ্বাসের প্রতি আমাদের আস্থা রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!