

বান্দরবানের নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।জেলা প্রশাসক শামীম আরা রিনি কে এসময় ফোরামের পক্ষে একটি উত্তোরীয় তুলে দেয়া হয়।ফুলেল শুভেচ্ছা প্রদানকালে ক্রীড়া সংগঠক অংচ মং,ফোরামটির মুখপাত্র লুৎফুর রহমান (উজ্জ্বল),ফুটবল খেলোয়াড় সমিতির সদস্য শহিদুর রহমান (সোহেল),ফুটবল সংগঠক দারুস সালাম মনির,নারী ক্রীড়া সংগঠক উমেপ্রু, ক্রীড়া সংগঠক ও রেফারি অংমেয়া মারমা,বান্দরবান ফুটবল একাডেমীর কোষাধ্যক্ষ মিজান মেজবাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে একই দিন বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,জেলা রেডক্রিসেন্ট সোসাইটি,বান্দরবান গণপুর্ত বিভাগ,কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা,সেচ্ছাসেবি সংগঠনের পক্ষ থেকেও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।