ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের কক্সবাজার,চট্টগ্রাম দক্ষিণসহ তিন পার্বত্য জেলার সদস্য নির্বাচিত হলেন অমল কান্তি দাশ।বৃহষ্পতিবার (২৩ ফেব্রুয়ারী) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এস.এম ফরিদ আহম্মেদ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। এ উপলক্ষ্যে শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে নব নির্বাচিত ট্রাস্টি বোর্ডের সদস্য অমল কান্তি দাশসহ বান্দরবান জেলার হিন্দু ধর্মীয় নেতারা কেন্দ্রীয় দূর্গা মন্দিরে বিশেষ প্রার্থনা করেন। পরে বান্দরবান মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
প্রসঙ্গত, নব নির্বাচিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য অমল কান্তি দাশ একাধারে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক, পৌর আওয়ামীলীগের সভাপতি, কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সহসভাপতি, কেন্দ্রীয় দূর্গা উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও নিউগুলশান রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতিসহ মন্দির ভিত্তিক গণশিক্ষা স্কুল পরিচালনা কমিটির বান্দরবান জেলা শাখার সদস্যসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কাজের সাথে সম্পৃক্ত।