ত্রাণ নাটকের অন্তঃদ্বন্দ্বে বিএনপি-বিএনপি মারামারিঃ-(বাংলাদেশ আওয়ামীলীগ)


প্রকাশের সময় :২৯ অক্টোবর, ২০১৭ ৪:২৩ : পূর্বাহ্ণ 562 Views

ডেস্ক রিপোর্টঃ-মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।ঢাকা থেকে সড়ক পথে কক্সবাজার যাত্রায় ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে হামলার শিকার হন বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।এ ঘটনাকে বিএনপির অন্তঃদ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
তারা বলছেন,বিএনপি সব সময় মিথ্যাচার করে।ত্রাণ বিতরণের নামে হারানো জনপ্রিয়তা ফিরে পেতেই হামলার নাটক সাজানো হয়েছে বলে দাবি করছেন ক্ষমতাসীন দলের নেতারা।এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান বলেন,বিএনপি সব সময় মিথ্যা কথা বলে।উনি (খালেদা জিয়া) যাচ্ছেন তো ফটোসেশন করতে।উনি তো আর ত্রাণ দিতে যাচ্ছেন না।উনি যদি নিজেকে দায়িত্বশীল নাগরিক মনে করেন তাহলে তো দায়িত্বশীল নাগরিকের মতো ত্রাণ দিতে যেতেন।উনি প্লেনে করে যেয়ে ত্রাণ দিয়ে চলে আসতে পারতেন।ফলে সাধারণ মানুষের দুর্ভোগে পড়তে হতো না। ‘মারামারি উনার দলের অভ্যাস।গত এক বছরে যেখানে উনার দল মিটিং করতে গেছেন,মারামারি হয়েছে।তার দলে অন্তঃদ্বন্দ্ব আছে,এটা সকলেই জানেন।নিজেদের মধ্যে হয়তো মারামারি হয়ে থাকতে পারে।আসলে ত্রাণ দেয়াটা উদ্দেশ্য নয়।আসল উদ্দেশ্য রাজনৈতিক শোডাউন করা,লোক দেখানো।দীর্ঘদিন দেশের বাইরে থাকায় এখন লোক দেখানোর জন্য তিনি সেখানে যাচ্ছেন।’ বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুর রহমান বলেন,এ রকম একটি ঘটনা,বেগম খালেদা জিয়ার নিজ দলের লোকদের সাজানো নাটক কি না, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে।প্রশাসনকে অনুরোধ করব,বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হোক। ‘খালেদা জিয়ার জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে,সেই জনপ্রিয়তা পুনরুদ্ধারের জন্য কোনো ষড়যন্ত্রের মধ্য দিয়ে কাজটি করা হতে পারে। তাদের নিজ দলের লোকজনকে ব্যবহার করে সাজানো নাটক তৈরি করা হয়েছে কি না, ব্যাপারটি খতিয়ে দেখতে হবে।’ তিনি আরও বলেন,ত্রাণ দেয়ার জন্য একটি গাড়িবহরের শোডাউন,এটি সকলকে হতাশ ও অবাক করেছে।কোনো অবস্থাতেই এটি গ্রহণযোগ্য কর্মকাণ্ড হতে পারে না।ত্রাণ দিতে ভিন্ন ও সহজতর পথ ছিল।তিনি সেটি না করে ত্রাণ নিয়ে রাজনীতি করে ফেলেছেন।‘ত্রাণ নাটক’র জন্যই এ রকম একটি দুঃখজনক ঘটনা ঘটলো।অবশ্যই খতিয়ে দেখতে হবে কারা ওই ঘটনার সঙ্গে জড়িত? আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ।ওই হামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত নন।বিএনপিনেত্রীর সফর নিয়ে ফেনীতে গত তিনদিন ধরে দলীয় কোন্দল চলছিল।সেখানে ১০ দফা হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটে বলে আমরা জেনেছি।মূলত বিএনপি আন্দোলন করার ইস্যু খুঁজে পাচ্ছিল না,তাই ইস্যু খুঁজতে রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য বাইরোডে গেছেন দলটির প্রধান।চট্টগ্রাম বিভাগীয় এ সাংগঠনিক সম্পাদক বলেন,বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলনের ইস্যু খুঁজছিল।কিন্তু তারা কোনোভাবেই সেটি পাচ্ছিল না।রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের জন্য নয়,ইস্যু খুঁজতে তারা কক্সাবাজার যাচ্ছেন।তিনি বলেন,আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেননি।আওয়ামী লীগ সব সময়ই জনবান্ধব,বিরোধী দল কিংবা গণমাধ্যমের কর্মীদের সম্মান করে।গণমাধ্যমকর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িত স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।(((সূত্রঃ-জাগোনিউজ)))

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!