

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ধোঁয়াবিহীন তামাকের কার্যকর কর বৃদ্ধি না করার প্রতিবাদে এবং প্যাকেট কৌটার ওজন ও খুচরা মূল্যের উপর নির্দিষ্ট কর আরোপের দাবিতে মানববন্ধন করেছে তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) ও হিলটপ।গত বুধবার (৭ জুন) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বেসরকারী সংস্থা হিলটপ এর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার নীলা।এ সময় গণতান্ত্রিক বাজেট আন্দোলনের জেলা সভাপতি অংচ মং,সাবেক ইউপি চেয়ারম্যান ক্যাহ্লা মং,অনন্যা কল্যাণ সংস্থার কার্যক্রম পরিচালক দিরেন্দ্র ত্রিপুরা,এ্যাডভোকেট সারাসহ বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তা ও সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নেয়।এ সময় মানববন্ধনে বক্তারা ২০১৭-১৮ বাজেটে ধোঁয়াবিহীন তামাকের কার্যকর কর বৃদ্ধি না করায় তীব্র নিন্দা জানান এবং শীঘ্রই কর বৃদ্ধির জন্য সরকারের প্রতি দাবি জানান।