রাজধানীর আগারগাঁও-তালতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ।
সোমবার (২৮ অক্টোবর) আগারগাঁও থেকে তালতলা সড়ক, তালতলা থেকে বিজ্ঞান জাদুঘর সড়ক এবং আগারগাঁও থেকে শ্যামলী সড়কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, অভিযানের সময় ফুটপাত ও সড়কে অবৈধভাবে নির্মিত প্রায় ১৮০টি টং দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.