বান্দরবান জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অ-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালিকা (অ-১৭)-২০২২ এর ১ম পর্বের শেষ ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) সকালে বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম খেলায় বান্দরবান সদর উপজেলা অনুর্ধ-১৭ বালিকা দল বুটের অভাবে মাঠে নামতে না পারায় নাইক্ষ্যংছড়ি অনূর্ধ্ব-১৭ বালিকা দল ওয়াকওভার নিয়ে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেছে।অন্যদিকে নাইক্ষ্যংছড়ি অনূর্ধ্ব-১৭ বালক দল ৪-০ গোলে বান্দরবান সদর উপজেলা বালক দলকে পরাজিত করে।নাইক্ষ্যংছড়ি বালক দলের ১৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় মোশারফ দুর্দান্ত ফুটবল শৈলী প্রদর্শন করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
পরে বিকেলে ১ম পর্বের ১টি ম্যাচে রুমা উপজেলা অনূর্ধ্ব ১৭ বালিকা দলও অনিবার্য কারণবশত উপস্থিত না থাকায় লামা উপজেলা বালিকা দল ওয়াকওভার নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।অন্যদিকে রুমা উপজেলা অনূর্ধ্ব-১৭ বালক দল ২-১ গোলে লামা উপজেলা বালক দলকে পরাজিত করে।খেলাটির ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন জনাই খেয়াং (জার্সি নং ১১)।১৭ নং জার্সিধারী এডি বম ১টি এবং পেনাল্টি তে ১৬ নং জার্সিধারী উমংসাই মার্মা দলের পক্ষে ১টি করে গোল করে দলের বিজয় সুনিশ্চিত করেন।
এসব খেলায় লামা উপজেলা চেয়ারম্যান মো.মোস্তফা জামাল,লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মোস্তফা জাবেদ কায়সার,জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি,বান্দরবান জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি মো.নাছির,ডিএসএ সদস্য রুপন কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।৪টি খেলাতেই ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিএসএ সহসভাপতি দিপ্তী কুমার বড়ুয়া।
বান্দরবান জেলা ফুটবল দলের সাবেক কৃতী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মাহফুজুর রশীদ বাচ্চুর সঞ্চালনার দায়িত্ব পালন করেন।সকালে খেলা পরিচালনা করেন বাফুফে তালিকাভুক্ত রেফারি অং ম্যা মার্মা।এসময় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আশুতোষ কুমার দে আশু ও শিমুল দাস।ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রহমান রনি।বিকেলে খেলা পরিচালনা করেন বাফুফে তালিকাভুক্ত রেফারি শিমুল দাস।এসময় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুর রহমান (রনি) ও মো.ফারুক।ম্যাচ অফিসিয়াল হিসেবে নু হাই থুই মার্মা দায়িত্ব পালন করেন।
জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিলকি জানিয়েছেন,মঙ্গলবার (১৪ জুন) সকাল এবং বিকাল এই দুই সময়ে ৪ টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।প্রতিযোগিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খেলাগুলো সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জেলা ক্রীড়া অফিস সুত্রে জানা যায়,মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বান্দরবান পৌরসভা (সদর) অনূর্ধ্ব-১৭ বালিকা দল বনাম লামা উপজেলা বালিকা দলের খেলা অনুষ্ঠিত হবে।পরে সকাল এগারোটায় বান্দরবান পৌরসভা (সদর) বালক দল বনাম রুমা উপজেলা বালক দল মুখোমুখি হবে।বিকেল সাড়ে তিনটায় আলীকদম উপজেলা অনূর্ধ্ব-১৭ বালিকা দল বনাম নাইক্ষ্যংছড়ি উপজেলা বালিকা দল ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে।
পরে সাড়ে চারটায় আলীকদম উপজেলা বালক দল বনাম নাইক্ষ্যংছড়ি উপজেলা বালক দলের সেমিফাইনাল তথা দ্বিতীয় পর্বের শেষ খেলাটি অনুষ্ঠিত হবে।এই খেলাগুলো তে বিজয়ীরাই ফাইনালে একে অন্যের মুখোমুখি হবে।বুধবার (১৫ জুন) ফাইনাল খেলাগুলো অনুষ্ঠিত হবার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।