ছাত্রলীগ কে ওবায়দুল কাদের, “লিখিত পরীক্ষায় টেকো,চাকরি আমি দিব”!!!


প্রকাশের সময় :১২ জুন, ২০১৭ ১:৪৭ : পূর্বাহ্ণ 690 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতাদের উদ্দেশ্যে বলেছেন, ‘তোমরা অপকর্মে লিপ্ত না হয়ে টাকার দরকার হলে আমার কাছে এসো।যখন ছাত্রত্ব শেষ করবে চাকরি দরকার আমার কাছে আসবে।রাজনীতি করতে করতে বয়স শেষ হয়ে গেলেও আমি তোমাদের চাকরির ব্যবস্থা করব।এটা নেত্রী আমাকে বলে দিয়েছেন।এমন কিছু করবে না যাতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়।তবে আমি ক্ষমতাসীন দল করি বলেই আমি চাকরি পাব তা নয়।রিটেনে (লিখিত পরীক্ষা) টিকবে তারপর।নিয়মমতো আমি প্রত্যেকের জন্য চেষ্টা করব।’
বুয়েট অডিটোরিয়ামে রোববার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত অপপ্রচার রোধ করতে ছাত্রলীগকে একটা করে ফেসবুক গ্রুপ তৈরি করতে হবে।’ ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘মিছিলে না এলে সাধারণ ছাত্র-ছাত্রীদের হলে সিট বাতিল করবে,এটা চলবে না।তাদের বুঝাবে,তোমার ভালো আচরণ দিয়ে তাদের বুঝাবে।জোর করে ক্ষমতার দাপট দেখাবে না।’ বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘দেশে আর আজিজ মার্কা নির্বাচন হবে না।আপনার আমলে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তৈরি করেছিলেন।নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে সরকার শুধু রুটিন মাফিক কাজ করে কমিশনকে সাহায্য করবে।’ কাদের বলেন, ‘বিএনপির মুখে শান্তিপূর্ণ আন্দোলন আর রূপকথার গল্প এক কথা। ছাত্রলীগকে বলব,প্রতিটি জেলায় দ্রুত কমিটি দাও।পূর্ণাঙ্গ কমিটি দেবে।কারো চাপে তাদের আত্মীয় স্বজন বা নিজস্ব লোকদের কমিটিতে আনবে না।যোগ্য ও ত্যাগীদের কমিটিতে আনবে।জেলা নেতাদের কথা শুনতে হবে মতামত নিতে হবে কিন্তু তাদের মতো করে কমিটি দেওয়া যাবে না।আমি নিজেও কিছু কিছু ক্ষেত্রে নেতা বানানোর জন্য ক্যাটাগরি বলি কিন্তু নাম বলি না।’ এ সময় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ছাত্রলীগের প্রতিটি ইউনিটের কমিটি দেওয়া হবে।সব সমস্যার সমাধান করা হবে।সব ভেদাভেদ ভুলে সবাই আসুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন জাতির সামনে তুলে ধরি।আগামী নির্বাচনে বিগত দিনের মতো ছাত্রলীগ আওয়ামী লীগে পাশে থেকে কাজ করবে।’ সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রনি,সোহান খান,মশিউর রহমান শরিফ, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান,প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু,সদস্য রাসেল খান প্রমুখ।

 

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
April 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!