

সেলিম উদ্দিন,(স্টাফ রিপোর্টার):-বান্দরবানের সাংস্কৃতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী চ থুই প্রু মার্মার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে সিএইচটি টাইমস ডটকম।সিএইচটি টাইমস ডটকম সম্পাদক লুৎফুর রহমান উজ্জ্বল গতকাল রাতে এক ফেসবুক বার্তায় এই শুভেচ্ছা জানান।শুভেচ্ছা বার্তায় সিএইচটি টাইমস ডটকম সম্পাদক বলেন,আজকে আমাদের চ থুই স্যার এর জন্মদিন,খারাপ লাগছে জন্মদিনের শুভেচ্ছা টা দেরিতে জানাচ্ছি,স্যার শুভ হউক আপনার জন্মদিন,সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘায়ু দান করুন এই প্রার্থনা থাকবে সবসময়,নিরন্তর ভালোবাসা আমাদের বান্দরবানের শিল্পাঙ্গনের লিজেন্ড চ থুই প্রু স্যার এর জন্য।আপনি বান্দরবানের সাংস্কৃতিক জগতের কিংবদন্তী,আমার-আমাদের অনেকের শ্রদ্ধেয় শিক্ষক,পনেরো বছর আগে যেমন আপনাকে দেখেছি,আপনি এখনও ঠিক তেমনই আছেন,প্রিয় এই মানুষটার জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা,চ থুই স্যার আপনি আমাদের সত্যিকারের গর্ব।আপনাকে নিয়ে বান্দরবানবাসী গর্বিত।
জন্মদিনের প্রতিক্রিয়ায় ফেসবুকে আবেগঘন এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সর্বপ্রিয় সাংস্কৃতিক সংগঠক ও মার্মা শিল্পী গোষ্ঠীর কান্ডারী চ থুই প্রু মার্মা।এতে তিনি বলেন, “আমাকে সারপ্রাইজ দেয়ার জন্য ডওয়াং এর নেতৃত্বে মার্মা শিল্পী গোষ্ঠীর ছেলেমেয়েরা আমার অজান্তেই জন্মদিন আয়োজন করে।এটা আমার জীবনে আনুষ্ঠানিক ভাবে প্রথম কেক কাটা,অন্য ধরনের এক অনুভূতি।প্রথম গিফট পেলাম ছোট মেয়ে থেকে ছবি যা রোয়াংছড়িতে একটি অনুষ্ঠানে তোলা।তারপর আমার জীবন সঙ্গী ও শ্যালিকা ডবিপ্রু’র গিফট।সত্যিই অন্য রকমের একটি দিন উপভোগ করছি।যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে আমি আমার ব্যাক্তিগত এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে শিল্পের শিক্ষক চ থুই প্রু মার্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বান্দরবান জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বান্দরবানের সরকারি বেসরকারি পেশাজীবী নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক অঙ্গনের নানা স্থরের শিল্পী কলাকুশলীরা।যাদের প্রত্যেকেই চ থুই প্রু মার্মার বর্নাঢ্য কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং চ থুই প্রু মার্মার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।