কৃষিতে বিস্ময়কর সাফল্য!
খাদ্য ঘাটতি থেকে এখন স্বনির্ভর বাংলাদেশ
- দেশে বছরে গড়ে ১ কোটি ৬২ লাখ টন সবজি উৎপাদন হয়।
- প্রতিবছর ১ কোটি ৫ লাখ হেক্টর একর জমিতে ধান চাষ করছে।
- ২০১৯-২০ অর্থবছরে ধান উৎপাদন হয়েছে ৩ কোটি ৮৭ লাখ টন
- ২০১৯-২০ সালে খাদ্যশস্য উৎপাদিত হয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৪৩ হাজারে টন
- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ১০৫টি ধানের জাত উদ্ভাবন করেছে।
- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট করেছে ১৮টি ধানের জাত।
- বেসরকারি বীজ কোম্পানি উদ্ভাবন করেছে ১১৫টি হাইব্রিড ধানের জাত
- বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান ৪১৭টি জাত অবমুক্ত করেছে।
- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত অবমুক্ত করেছে ২৬টি জাত।
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উন্মোচন করেছে পাটের জীবনরহস্য।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.