

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে সামনে রেখে বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে প্রধান সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমকে সদস্য সচিব করে নির্বাচনে প্রচার-প্রচারণার দায়িত্ব প্রদান করা হয়েছে।আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বার্তায় বৃহস্পতিবার (৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।কুসিকে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে নির্বাচনী প্রচারণা ও কর্মকাণ্ড সমন্বয় করার লক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২১ জন নেতাকে নির্বাচনী এলাকার ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে।গঠিত কমিটি আগামী রবিবার (১২ মার্চ) সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবে বলে জানানো হয়েছে।