

আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ (ওএলএইচএফ) প্রকল্পের উদ্যোগে জেন্ডার ফোকাল পার্সনদের নিয়ে কিশোরী ও যুব নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে অনন্যা কল্যাণ সংগঠনের সভা কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে একেএস এর প্রকল্প সমন্বয়কারী দীঘিতি চাকমার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন একেএস এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী,বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) প্রজেক্ট ম্যানেজার সঞ্জয় মজুমদার,গ্রাউসের চেয়ারপার্সন মংথুই চিং মারমা,তহজিংডং এর নির্বাহী পরিচালক চিং সিং প্রু,বিএনপিএস এর মনিটরিং অফিসার রিচার্ড কলিন দেউরি প্রমুখ।ওরিয়েন্টেশনে প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন মাস্টার ট্রেইনার সুমিত বণিক।আলোচনায় বান্দরবান পার্বত্য জেলায় কিশোরী ও যুব নারীদের জীবনে সহিংসতামুক্ত জীবন যাপনের ক্ষেত্রে কি ধরণের সহযোগিতা করা প্রয়োজন, প্রতিকারের পথগুলো,সেই সাথে সরকারি ও বেসরকারি পর্যায়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যে ধরণের সেবা প্রদানের সুযোগগুলো রয়েছে,সেগুলো সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিগণ আলোচনা করেন।অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাধবী মারমা,বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী,মানবাধিকার কর্মী অং চ মং মারমা,সাংবাদিক কৌশিক দাশ।অনন্যা কল্যাণ সংগঠন (একেএস),গ্রাউস,তহজিংডং এর উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মী,স্থানীয় মানবাধিকার কর্মী, আইনজীবি,সাংবাদিক ও বাংলাদেশ পুলিশ এর প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।স্থানীয় বেসরকারি সংস্থা একেএস,গ্রাউস এবং তহজিংডং যৌথভাবে এই ওরিয়েন্টশনের আয়োজন করে।উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও সিমাভি এবং বিএনপিএস এর সহযোগিতায় ৩ পার্বত্য জেলায় কিশোরী ও যুবনারীদের সহিংসতামুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন গঠনে সহায়ক পরিবেশ গঠনের লক্ষ্যে প্রকল্পটি ২০১৯ সাল থেকে পরিচালিত হচ্ছে।