সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কর্মী সভায় দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়েছে।এতে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামসহ আহত হয়েছেন অনন্ত ২০ জন।বুধবার বিকেল তিনটায় পটিয়া পৌর সদরের হল টুডে কনভেনশন সেন্টারে কর্মী সভায় এনামসহ তার নেতাকর্মীরা সভায় প্রবেশের সময় হামলার মুখে পড়ে।আহত অন্যরা হলেন-মো.মানিক (২৫),রোকন (৩০), ইয়াছিন আরাফাত (৩৭),বাবু (১৮),আহমদ নবী (৩৪),মো.আবু হানিফ (৩৪),মনছুর (২৭),মো.এরশাদ (২৫),মামুনুর রশিদ (২০),মোঃ সেলিম (৪০),মহিউদ্দিন (৩৪),রকি (২৫)।ছুরিকাহাত সহ-সভাপতি এনামুল হক এনাম বর্তমানে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।অন্যরা সরকারি-বেসরকারী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।বুধবার (০৩ মে) দুপুর ২টার দিকে সমাবেশেস্থলে যোগ দিতে গেলে দক্ষিণ জেলা বিএনপি নেতা এনামুল হক এনামের মিছিলে হামলা চালায় প্রতিপক্ষ জুয়েল গ্রুপ।এসময় ধাওয়া এবং ব্যাপক পিটুনি দিয়ে সভাস্থল থেকে বিতাড়িত করা হয় এনাম গ্রুপের নেতাকর্মীদের।হামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও পটিয়া বিএনপি নেতা এনামসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।ঘটনাস্থলে থাকা এনএসআই’র একজন মাঠ পরিদর্শক এসব তথ্য নিশ্চিত করেছেন।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি/তদন্ত) রেজাউল করিম জানান,বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।এক গ্রুপ অন্য গ্রুপের ওপর হামলা চালায়।সমাবেশ থেকে বিতাড়িত হয়ে এক গ্রুপ গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়।আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।গাড়ি ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এদিকে প্রতক্ষ্যদশীরা জানিয়েছে,পটিয়া সদরে হল টুডে কমিউনিটি সেন্টারে সমাবেশ শুরু হওয়ার আগে দুপুর ২টার দিকে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সমাবেশন্থলে মিছিল নিয়ে পৌঁছুলে সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান জুয়েল গ্রুপের সমর্থকরা তাদের দিকে চেয়ার ছুঁড়ে মারে।এসময় দুপক্ষের মধ্যে চেয়ার মারামারি শুরু হয়।এক পর্যায়ে জুয়েল গ্রুপের সমর্থকরা ধাওয়া দিয়ে এনাম গ্রুপের সমর্থকদের এলাকা ছাড়া করে।এসময় এনাম গ্রুপের সমর্থকরা চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবস্থান নিয়ে অন্তত ৮ থেকে ১০টি যানবাহন ভাঙচুর করে।এ ঘটনায় এনামসহ অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে।বাইরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার হলেও ভেতরে শাহজাহান জুয়েল গ্রুপের নেতাকর্মীরা সমাবেশ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।এর আগে গতকাল মঙ্গলবার (০২ মে) বিকেলে চট্টগ্রাম কাজীর দেউড়িতে মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে উত্তর জেলা বিএনপির কর্মী সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কর্মী সভা পণ্ড হয়ে যায়;আহত হন অন্তত ৪ ছাত্রদল কর্মী।এ সময় মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনসহ নগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।