সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-আজীবন সম্মাননা:-অভিনেত্রী শাবানা,সংগীতশিল্পী ফেরদৌসী রহমান।
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র:-যুগ্মভাবে ‘একাত্তরের গণহত্যা’ ও ‘বধ্যভূমি’
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক:-যুগ্মভাবে মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ অভিনেতা:-যুগ্মভাবে মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রী) ও শাকিব খান (আরো ভালোবাসবো তোমায়)
শ্রেষ্ঠ অভিনেত্রী:-জয়া আহসান (জিরো ডিগ্রী)
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র):-গাজী রাকায়েত (অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্র):-তমা মির্জা (নদীজন)
শ্রেষ্ঠ অভিনেতা (খল চরিত্র):-ইরেশ যাকের (ছুঁয়ে দিল মন)
শ্রেষ্ঠ শিশু শিল্পী:-যারা যারিব (প্রার্থনা)।
একই শাখায় একই ছবির জন্য বিশেষ পুরস্কার পান: প্রমিয়া রহমান।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক:-সানী জুবায়ের (অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ গায়ক:-যুগ্মভাবে সুবীর নন্দী (তোমারে ছাড়িতে বন্ধু,চলচ্চিত্র-মহুয়া সুন্দরী) ও এস আই টুটুল (উথাল পাথাল জোয়ার,চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ গায়িকা:-প্রিয়াংকা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র-অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ গীতিকার:-আমিরুল ইসলাম (উথাল পাথাল জোয়ার,চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ সুরকার:-এস আই টুটুল (উথাল পাথাল জোয়ার, চলচ্চিত্র-বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ কাহিনিকার:-মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার:-যুগ্মভাবে মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো.রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা:-হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ সম্পাদক:-মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক:-সামুরাই মারুফ (জিরো ডিগ্রী)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক:-মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক:-রতন কুমার পাল (জিরো ডিগ্রী)
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা:-মুসকান সুমাইকা (পদ্ম পাতার জল)
শ্রেষ্ঠ মেকআপম্যান:-শফিক (জালালের গল্প)
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.