নিউজ ডেস্কঃ- দেশের ৫১ দশমিক তিন শতাংশ তরুণ ভোটার আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় দেখতে চায়। অন্যদিকে ৬৮ দশমিক তিন শতাংশ ভোটার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে সন্তুষ্ট। এদিকে ৩০ দশমিক দুই শতাংশ তরুণ ভোটার আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। আর ১৮ দশমিক পাঁচ শতাংশ তরুণ ভোটার নির্বাচন নিয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি।
সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটারদের ভাবনা নিয়ে একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। গবেষণা ও কমিউনিকেশন স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট বিষয়ক প্রতিষ্ঠান ‘কলরেডি’ তরুণ ভোটারদের ভাবনা নিয়ে একটি জরিপ চালায়। ১০ নভেম্বর (শনিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরিপের ফলাফল সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলরেডির চিফ অপারেটিং অফিসার আজাদ আবুল কালাম।
প্রতিষ্ঠানটির তথ্য মতে, দেশের মোট ১২টি জেলায় ২১টি বিশ্ববিদ্যালয়ের এক হাজার ১৮৬ জন তরুণ ভোটারের অংশগ্রহণে জরিপটি চালানো হয়েছে। এগুলোর মধ্যে রাজধানীর ১০টি ও রাজধানীর বাইরের ১১টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। এতে যারা অংশগ্রহণ করেছে তাদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
জরিপের তথ্য অনুযায়ী, বরিশালে অংশ নেন ৬৪জন তরুণ ভোটার। যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৮ দশমিক চার শতাংশ; পরিবর্তন চায় ৩৪ দশমিক চার শতাংশ।
চট্টগ্রামে অংশ নেন ২০২ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৫৩ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক সাত শতাংশ।
ঢাকাতে অংশ নেন ৩০৫ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৬ দশমিক ছয় শতাংশ; পরিবর্তন চায় ২৮ দশমিক দুই শতাংশ।
খুলনাতে অংশ নেন ৯৯ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৫১ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ৩৮ দশমিক চার শতাংশ।
ময়মনসিংহে অংশ নেন ৯১ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৭২ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ২০ দশমিক ৯ শতাংশ।
রংপুরে অংশ নেন ৯৯ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৫০ দশমিক পাঁচ শতাংশ; পরিবর্তন চায় ২৩ দশমিক দুই শতাংশ।
রাজশাহীতে অংশ নেন ১৭ জন, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৪৩ দশমিক ৯ শতাংশ; পরিবর্তন চায় ৪৩ দশমিক ৯ শতাংশ।
সিলেটে অংশ নেন ৫৩ জন তরুণ ভোটার, যাদের মধ্যে বর্তমান সরকারকে চায় ৬২ দশমিক তিন শতাংশ; পরিবর্তন চায় ১১ দশমিক তিন শতাংশ।
উল্লেখ্য, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৫৩ দশমিক পাঁচ শতাংশ তরুণ ভোটার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে ধারণা পোষণ করেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.