আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের প্রতিনিধিদের মধ্যে সভানেত্রী শেখ হাসিনার দেড়শো আলোকচিত্র সম্বলিত একটি অ্যালবাম বিতরণ করা হবে।
আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে আসা নেতা-কর্মীদের খাবার ও উপহারের জন্য কাজ করে যাচ্ছে খাদ্য উপকমিটি এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটি।
খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সম্মেলনের প্রথম দিন ২০ ডিসেম্বর ৪৫ হাজার নেতা-কর্মীর দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
“খাবারের ব্যাগে মোরগ-পোলাওয়ের সাথে একটি করে ডিম ছাড়াও ফিন্নি ও একটি পানির বোতল দেওয়া হবে।”
সম্মেলনের প্রতিনিধিদের মধ্যে ২৫ হাজার পাটের ব্যাগ বিতরণ করা হবে জানিয়ে দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, প্রতিটি ব্যাগে আওয়ামী লীগের ইতিহাস সম্বলিত স্মরণিকা, শোকপ্রস্তাব, দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাষণ এবং গঠনতন্ত্র ও ঘোষণাপত্র থাকবে।
“আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্রের একটি পকেটবুক, আওয়ামী লীগের উন্নয়ন ও বিএনপি-জামায়েতের নেতিবাচক রাজনীতির দুটি ডিভিডি, দুটি চকলেট ও একটি পানির বোতল ওই ব্যাগে থাকবে।”
এবারে জাতীয় সম্মেলন সফল করতে গঠিত ১১টি উপ-কমিটির নেতারা কাজ করে যাচ্ছেন।
Publisher - Lutfur Rahman (Uzzal)
Published By The Editor From chttimes (Pvt.) Limited (Reg.No:-chttimes-83/2016)
Main Road,Gurosthan Mosque Market, Infront of district food Storage, Bandarban hill district,Bandarban.
Phone - News - 01673718271 Ad - 01876045846
Copyright © 2024 Chttimes.com. All rights reserved.