দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বজ্রপাত-ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগসহ আবহাওয়ার সামগ্রিক বিষয়ে বার্তা পাঠাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি নির্মাণের ঘোষণা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেশন সেন্টারে ব্র্যাক হিউম্যানেটেরিয়ান প্রোগ্রামের আয়োজনে বজ্রপাত ঝুঁকি নিরসন ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসিন, ব্র্যাক হিউম্যানেটেরিয়ান প্রোগ্রামের পরিচালক সাজেদুল হাসান, বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্ল্যাট বিভাগের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম, আবহাওয়াবিদ ড. মো আব্দুল মান্নান, স্ট্রাক ফান্ডের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের রিসার্চ ফেলো ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।