করোনা সংকটে যারা কর্ম হারিয়ে দিশেহারা, অভাবের কথা মুখ ফুটে বলতে পারছেন না; তাদের খুঁজে বাড়ি গিয়ে ত্রাণ দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ধানমন্ডি কার্যালয়ে অসহায়-গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরুর আগে ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা কর্ম হারিয়ে দিশেহারা, কিন্তু মুখে বলতে পারে না। তাদের খুঁজে খুঁজে বাড়িতে গিয়ে ত্রাণ দিতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,এই সংকটে দুইটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, তা হলো এই যুদ্ধে করোনাকে মোকাবেলা করতে হবে এবং গরীব মানুষদের সুরক্ষা নিশ্চিত করা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ভয়কে জয় করবো ইনশাআল্লাহ। এসময় কৃষকের ধান কাটা কর্মসূচিতে কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেওয়ায় ধন্যবাদ জানান তিনি।