অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে মুক্তি দিলো কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২৩ ৮:১২ : অপরাহ্ণ 203 Views

বান্দরবানের রুমায় ১৫ দিন পর অপহৃত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো.আনোয়ার হোসেনকে (৫৪) মুক্তি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।আনোয়ার হোসেন সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট।

আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রুমা উপজেলার বগালেক-ক্যাওক্রাডং সড়ক নির্মাণ প্রকল্প এলাকা থেকে অস্ত্রের মুখে সেনা কর্মকর্তাসহ তিনজনকে অপহরণ করা হয়েছিল গত ১৭ মার্চ। অপহরণের কয়েক দিন পর ট্রাক চালক মো. মামুন (২৯) এবং শ্রমিক আব্দুর রহমানকে (২৭) ছেড়ে দিলেও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে আটকে রেখে বিভিন্ন সময়ে যৌথ বাহিনীর অভিযানে আটক সদস্যদের ছেড়ে দিতে বন্দি বিনিময়ের প্রস্তাব দেয় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ। তবে সরকারি সংস্থাগুলোর সাড়া না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

তবে অপহরণের ১৫ দিন পর শুক্রবার দুপুরে অপহরণকারীরা বগালেক-ক্যাওক্রাডং সড়কের পার্শ্ববর্তী এলাকায় তাকে মুক্তি দেন।খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রুমা বগালেক আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বগালেক ক্যাম্পেই রয়েছেন।

রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান,অপহৃত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আনোয়ার হোসেনকে মুক্তি দেওয়া হয়েছে।এর আগে অন্য দুজন শ্রমিককে মুক্তি দেওয়া হয়েছিল।যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে অপহৃতদের মুক্তি দেওয়া হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!