বান্দরবানে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৩ অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৩০ জুলাই, ২০২৩ ৩:৪৫ : অপরাহ্ণ 365 Views

বান্দরবানে শিল্প,সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অবদান রাখায় ২৫ গুণী ব্যক্তিকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৩ প্রদান করা হয়েছে।জেলা শহরের অরুণ সারকি টাউন হলে শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংইয়ং ম্রো।

প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ‘গুণ প্রকাশ বা চর্চার ক্ষেত্র হলো শিল্পকলা একাডেমি।কিন্তু ভালো সংগঠক না থাকায় প্রতিভা বিকাশের পরিসর খুবই সীমিত হয়ে আসছে।যে কারণে বান্দরবানে শিল্পকলা একাডেমির একটি ভবন গড়ে তোলা সম্ভব হয়নি।এ বাস্তবতায় নতুন গুণীজন বিকশিত হচ্ছে না, সম্মাননা দেয়ার সময় এলে গতানুগতিক তালিকা থেকে নির্বাচন করা হয়।এ পরিপ্রেক্ষিতে শিল্পকলা আছে,শিল্পী নাই এ সীমাবদ্ধতা থেকে নিজেদের প্রচেষ্টায় বের হয়ে আসতে হবে।সংগঠক সৃষ্টি করতে হলে শিল্পকলাকেই ভূমিকা রাখতে হবে।ঘুরেফিরে একজনই যদি সংগঠক হিসেবে কাজ করতে হয় তাহলে শিল্প এবং শিল্পী কোনওটাই বিকশিত হবে না।এসময় শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২৩ কে মহৎ একটি উদ্যোগ হিসেবে মন্তব্য করেন মন্ত্রী বীর বাহাদুর।

সম্মাননা অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা (প্রতিনিধি,জেলা প্রশাসক), সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন (প্রতিনিধি,পুলিশ সুপার),জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস,জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক সংগঠক,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,শিল্পকলা একাডেমী সম্মাননা ২০২৩ এর এবারের আয়োজনে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৫ জন করে ২৫ জন গুনী শিল্পী, সংগঠক ও সংগঠনকে সম্মান প্রদান করে জেলা শিল্পকলা একাডেমী।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!