বিদায় সংবর্ধনায় সিক্ত হলো বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষার্থীরা


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২৩ ১:২২ : পূর্বাহ্ণ 275 Views

বান্দরবানের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ এর ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর বাহাদুর স্কুল এন্ড কলেজ এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক উম্মে হুজাইফা মিফতাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি  অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, “পড়াশোনার প্রতি সকল শিক্ষার্থী কে মনযোগী হতে হবে।মনে রাখতে হবে স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হতে হলে নিজেদেরকে তথ্য প্রযুক্তি ও জ্ঞান নির্ভর সৃজনশীল শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে এখন থেকেই নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।তিনি আরো বলেন,পার্বত্য অঞ্চলের শান্তি-সম্প্রীতির যে বন্ধন সকলকে এর ধারাবাহিকতা রক্ষায় কাজ করতে হবে।সুখী সমৃদ্ধ বিশ্ব গড়তে হলে আমাদের আরো সহনশীল হতে হবে।বুদ্ধিভিত্তিক জ্ঞান চর্চায় নিজেদের আন্তরিক হতে হবে তাহলেই আজকের শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামীর স্মার্ট বাংলাদেশ এর একেকজন সুনাগরিক।

অভিভাবকদের দৃষ্টি আকর্ষন করে তিনি আরও বলেন, সন্তানদের স্কুলে পাঠানোর পাশাপাশি খেয়াল রাখতে সন্তানরা কোথায় যাচ্ছে এবং কাদের সাথে মেলামেশা করছে।মোবাইলের অপব্যবহার থামাতে হবে।এসময় তিনি,এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী প্রতি পরীক্ষার্থীদের প্রতি নিরন্তর শুভকামনা জ্ঞাপন করেন।এসময় সহকারী শিক্ষক শোয়াইবুল ইসলাম,উ ক্য সিং মারমাসহ শিক্ষক মন্ডলী,সাংবাদিক, অভিবাবক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এবারের এসএসসি পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী অংশগ্রহন করছে।প্রসঙ্গত,বীর বাহাদুর স্কুল এন্ড কলেজে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!