বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি গঠন


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৩ জুলাই, ২০২২ ৮:২১ : অপরাহ্ণ 240 Views

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত পার্বত্য জেলা বান্দরবানের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী ও ছাত্র কল্যাণমূলক সংগঠন ‘বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর কমিটি নতুন কমিটি গঠিত হয়েছে।১৩ জুলাই (বুধবার) সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র অনুমতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটির সুত্রে জানা যায়,আগামী ২বছরের জন্য নবগঠিত কমিটি দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী মোতাহার হোসেন ভূঁইয়া ডিউক,সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী হ্লা মে অং মারমা এবং সাংগঠনিক সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী যিশু মিত্র।

প্রসঙ্গত,প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির সদস্যরা তাদের সংগঠন প্রতিষ্ঠার মূল লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।চবি ভর্তি পরীক্ষার সময় হেল্পডেস্ক বসানো, শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা,শিক্ষা সামগ্রী বিতরণ, পরীক্ষার রুটিন ও সঠিক দিকনির্দেশনা দিয়ে শিক্ষার উন্নয়নে সহায়তা করছে সংগঠনটি।

এছাড়াও প্রতিবছর উচ্চ মাধ্যমিক ও অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়েও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের আন্তরিক সাহায্য দিয়ে যাচ্ছে। এছাড়াও করোনাকালে বান্দরবান সদর থেকে শুরু করে দুর্গম এলাকা পর্যন্ত প্রায় ৭শত নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা করোনা মহামারীতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনজন হারিয়েছে তাদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া এবং এর পাশাপাশি এসোসিয়েশনের পক্ষ থেকে ১৫০জন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করাসহ শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে ‘বান্দরবান স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!