প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলেই এতোসব উন্নয়ন সম্ভব হয়েছেঃ মন্ত্রী বীর বাহাদুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১২ এপ্রিল, ২০২৩ ৮:২৯ : অপরাহ্ণ 371 Views

বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন উন্নয়নমু্ূলক কাজের শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।বুধবার (১২এপ্রিল) আলীকদম উপজেলায় নবনির্মিত পানি শোধনাগার উদ্বোধন করেন মন্ত্রী।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,বান্দরবান এর বাস্তবায়নে উপজেলার থানা পাড়া এলাকায় দুই কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে পানি শোধনাগার নির্মান করা হয়।স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নির্মিত এই পানি শোধানাগার এর কারনে আলীকদম এর জনসাধারন দীর্ঘদিন পর হলেও বিশুদ্ধ পানির সংকট থেকে মুক্তি পাবে।

একই সময়ে পার্বত্য মন্ত্রী আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যার উন্নীতকরণের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর, উপকারভোগীদের মাঝে পুষ্টিবাগানের বীজ,সার ও উপকরণ বিতরণ এবং আলীকদম উপজলোর ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়খ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন,পার্বত্য অঞ্চলে শিক্ষা,স্বাস্থ্যের উন্নয়নে সরকার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে বিশেষ নজর দিয়েছে।পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীকে শিক্ষিত করে তুলত বান্দরবানের প্রতিটি উপজেলায় কলেজ নির্মাণ হয়েছে। বান্দরবান জেলা শহরে নির্মাণ করা হয়েছে “বন্দরবান বিশ্ববিদ্যালয়”।তাদের জন্য হসপিটাল নির্মাণ করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। দুর্গম অঞ্চলে রাস্তা,সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন করে পার্বত্য অঞ্চলের চেহারা পাল্টে দিয়েছে।কৃষকের উন্নয়নের জন্য কৃষি যন্ত্রপাতি,সার,বীজ বিতরণ করা হচ্ছে।হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জাবের মো.সোয়াইব।এসব উন্নয়নমুলক কাজের উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈহ্লা,জেলা সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী,বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোজ্জামেল হক বাহাদুর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত,জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা বিশ্বাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!