পাহাড়ে সন্ত্রাসীদের বিন্দুমাত্র ছাড় নয়ঃ লে.কর্ণেল মঞ্জুরুল হাসান,পিএসসি


প্রকাশের সময় :১১ জুলাই, ২০২২ ৮:৩১ : অপরাহ্ণ 238 Views

বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে মুরুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ জুলাই) আলীকদম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় মুরং সম্মেলন।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন কমান্ডার লে.কর্ণেল মঞ্জুরুল হাসান,পিএসসি।

এসময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আলীকদম জোনের নবাগত জোন কমান্ডার লে.কর্ণেল মো.সাব্বির, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন,জয়নাল আবেদীন,মো.কফিল উদ্দিন,ক্রাতপুং মুরুং সহ বিভিন্ন পাড়াকার্বারী,মুরুং নেতা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্য আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মঞ্জুরুল হাসান বলেন,আমাদের প্রায় সাড়ে ১৫ শত বর্গ কিলোমিটার এলাকায় কোন সন্ত্রাসীর স্থান নেই।সন্ত্রাসীরা কখনও আপনাদের জন্য মঙ্গল বয়ে আনেনি।আনতে পারবে না।সন্ত্রাসী গোষ্ঠী গুজব ও মিথ্যা তথ্য দিয়ে নিজেদের স্বার্থে আপনাদের ব্যবহার করে।সন্ত্রাসী গোষ্ঠী কাউকে শিক্ষিত হতে সহায়তা করেনি বরং চেয়েছে পাহাড়ে বসবাসকারীরা নিরক্ষর থাকুক এবং তাদের কথা মত চলুক। সেনাবাহিনী নিজেদের জীবন দিয়ে আপনাদের নিরাপত্তা ও সন্ত্রাস দমনে কাজ করে যাচ্ছে।পাহাড়ে সন্ত্রাসীদের একবিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন,নিজেদের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই।আপনারা যেভাবে জীবন অতিবাহিত করেছেন সেভাবে আপনার পরবর্তী প্রজন্ম জীবন অতিবাহিত করুক নিশ্চয় আপনারা চান না।আগে আপনারা জুম চাষ করে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি সাথে সাথে চাষের জমিও কমছে।আপনার পরবর্তী প্রজন্ম শিক্ষিত হলে সচেতনতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জীবিকার নতুন রাস্তা তৈরি হবে।সেনাবাহিনী আপনাদের পাশে পরিবারের সদস্যের মত আছে,থাকবে।

সম্মেলন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।এছাডাও বর্ণিল সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!