শিরোনাম: দ্রুত সময়ের মধ্যে পর্যটক ভ্রমনের দ্বার উন্মুক্ত হচ্ছেঃ ডিসি শাহ্ মুজাহিদ জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নে সমাজসেবা অধিদফতরের সেবাসমূহ শীর্ষক সেমিনার রক্তাক্ত ২৮ অক্টোবর-২০০৬ স্মরণে গণ জামায়েত ও দোয়া মাহফিল আলীকদম সেনা জোন কর্তৃক বিভিন্ন জাতিগোষ্ঠীর জনসাধারনের সাথে মতবিনিময় বান্দরবানে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ সমাপ্ত বর্ণিল আয়োজনে পালিত হলো ভিক্টরি টাইগার্স (৫-ইবি) এর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল জেলা মডেল মসজিদ স্থাপনে প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা

আলীকদমে এডিপির কাজে ব্যাপক অনিয়ম!


এস,এম,জুয়েল (আলীকদম প্রতিনিধি) প্রকাশের সময় :১৪ জুন, ২০২০ ৩:৪৮ : অপরাহ্ণ 799 Views

পাহাড়ি জেলা বান্দরবানের, আলীকদম উপজেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের, আলীকদম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা আরসিসি করনে (নির্মাণে) ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

উপজেলা প্রকৌশলী আসিফ আহসান জানানঃ ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (থোক বরাদ্দ) আওতায় ৮,০০,০০০/= (আশি লক্ষ) টাকার প্যাকেজে আলীকদম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা আরসিসি করনের কাজ করছে, জে.কে.এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার প্যাকেজ নং- এডিপি/থোক/২০১৯-২০২০/০১।

সরজমিনে গিয়ে দেখা যায়- আলীকদম উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা আরসিসি করনে অনিয়মে বাসা বেধেছে। দেখেও না দেখার ভান করে আছে স্থানীয় জনপ্রতিনিধিরা! অপরিষ্কার রাস্তার উপর পর্যাপ্ত রড না দিয়ে, তড়িঘড়ি ভাবে বৃষ্টির মাঝে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। একটু বৃষ্টি কমলে হালকা সিমেন্ট পানিমিশ্রিত করে ঢালাই এর উপর দিচ্ছে।
ঢালাইয়ের সময় উপজেলা প্রকৌশলী উপস্থিত থাকার কথা থাকলেও, দেখা মেলেনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের, আলীকদম উপজেলা অফিসের কোন উপ-সহকারী প্রকৌশলীর।

স্থানীয়রা জানায়- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স, জে.কে এন্টারপ্রাইজ থেকে কমিশন দিয়ে কাজটি নেন উপজেলার রোয়াম্বু এলাকার ঝাড়া(ওলুফুল) ব্যবসায়ী আবু ছৈয়দ। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার অভিজ্ঞতা বিহীন ঠিকাদার দিয়ে নির্মিত হয় রাস্তাটি! ফলে দু’একমাস যেতেই না যেতেই পুরো রাস্তায় গর্তের পরিণত হয়। যার ফলে সারাবছর ক্ষতবিক্ষত থাকে, আলীকদম উপজেলা সহকারী স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তাটি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!