লামায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার,আটক ৪


প্রকাশের সময় :১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ৮:৩৯ : অপরাহ্ণ 777 Views

লামা প্রতিবেদকঃ-বান্দরবানের লামায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে।গতকাল বৃহস্পতিবার রাতে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম ওয়াজাপাড়া এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী, র্যা ব ও পুলিশ সদস্যরা।জব্দ আগ্নেয়াস্ত্রের মধ্যে ১১টি দেশে তৈরি ওয়ানশুটার গান,আর ১৪টি একনলা বন্দুক রয়েছে।এসব অস্ত্রের সঙ্গে ২ হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।আটকরা হলেন-থুইসা মং মারমা (৩৬), এইক্য মারমা (৩৯),সাইমং মারসা (৩৬) ও মিফং মারমা (৪৫)।তারা সবাই ওই এলাকার বাসিন্দা।স্থানীয়ভাবে চাঁদাবাজি,অপহরণসহ বিভিন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আটকরা জড়িত বলে জানিয়েছে যৌথ বাহিনী।চট্টগ্রাম র‌্যাব-৭ কক্সবাজার ইউনিটের কর্মকর্তা মেজর রুহুল আমিন জানান,গোপন সংবাদে র্যা ব সদস্যরা আলীকদম সেনাবাহিনীর সহায়তা নিয়ে গয়ালমারা এলাকার দুর্গম ওয়াজা পাড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালায়।অভিযানের সময় চারজনকে আটক করা হয়।পরে তাদের দেয়া তথ্যে এসব আগ্নেয়ান্ত্র ও গুলি উদ্ধার করা হয়।ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, গয়ালমারা,বনফুর এলাকাটি সন্ত্রাসপ্রবণ।কয়েকটি গ্রুপের চাঁদাবাজি,অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী জর্জরিত।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!