বাংলাদেশের আধুনিক ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।শুক্রবার (৫ আগষ্ট,২০২২ ইং).. সকাল ১০টায় লামা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা ও পরে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) কাজী মোঃ শামীম, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, লামা উপজেলা দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দীন,লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।
আরও সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ, পিআইও মোঃ মনিরুল ইসলাম,কৃষি অফিসার রতন চন্দ্র বর্মণ,মৎস্য অফিসার মকছুদ হোসাইন,পল্লী উন্নয়ন কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী,পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব দাশ,সম্পাদক সুমন মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।