নানা আয়োজনে লামায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ ৪৮ শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) লামা উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে দিবসে সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,গণভোজ,মধ্য দিয়ে প্রথমে দোয়া,মিলাত মাহফিল পরবর্তীতে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন।
১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা লামা মোঃ আরিফুল হক বেলাল,লামা পৌরসভার মেয়র ও উপজেলা আ.লীগের সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
এস এম রাহাতুল ইসলাম সহকারী কমিশনার (ভুমি) লামা, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ,, উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,সহ সভাপতি প্রশন্ন ভট্টাচার্য,বিজয় আইচ,মমতাজ উদ্দীন,
যুগ্নসম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা,মিন্টু কুমার সেন,সাংগঠনিক সম্পাদকদ্বয় প্রদীপ কান্তি দাশ,মোঃ আলমগীর লামা পৌরসভা সহ সরকারি -বেসরকারি ও এনজিও কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক-নেতাকর্মী,বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।উক্ত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি,বিশেষ অতিথি,সরকারি-বেসরকারি, এনজিও কর্মকর্তা কর্মচারী গন দিবসটির গুরুত্বের উপর ব্যাপক আলোচনা করেন।এছড়া তৃণমূল পর্যায়ে ইউনিয়ন ও ইউনিট এ বিভিন্ন প্রতিষ্ঠাব ও সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনেরও খবর পাওয়া গেছে।