শিরোনাম: খেলাধূলার পাশাপাশি পড়াশোনার প্রতিও শিক্ষার্থীদের মনযোগী হতে হবেঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি নির্বাচিত হলেন মামুনুর রশীদ বান্দরবানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করুনঃ ডিসি শামীম আরা রিনি বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের দুই সন্ত্রাসী আটক বান্দরবানে তারুণ্যের উৎসবঃ উদ্বোধনের অপেক্ষায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে মাতৃদুগ্ধ পোষ্যকালীন মায়েদের সহায়তায় বিশেষ অনুষ্ঠান ও উপহার বিতরণ

ভেঙে পড়লো বেইলি ব্রীজ,চালক নিহতঃ শোক জানালেন পার্বত্য মন্ত্রী


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৩ ফেব্রুয়ারি, ২০২২ ১০:১০ : পূর্বাহ্ণ 411 Views

বান্দরবান রুমা সড়কে বেইলি ব্রিজ ভেঙে চালভর্তি একটি ট্রাক খাদে পড়ে চালক আব্দুল গফুর (৫০) নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক সাতকানিয়ার পুরানগড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সড়কের মুরুংবাজার (ব্রিকফিল্ড) এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।পুলিশ ও স্থানীয়রা জানান,গতকাল বুধবার দুপুরে বান্দরবান থেকে চালভর্তি একটি ট্রাক রুমায় যাওয়ার সময় রোয়াংছড়ি উপজেলার মুরুংবাজার এলাকায় পৌঁছলে বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি ঝিরিতে পড়ে যায়।এ সময় ট্রাকের চালক আব্দুল গফুর ঘটনাস্থলেই মারা যায়।এ ঘটনায় বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এতে ভোগান্তিতে পড়েছেন দু’পাড়ের অসংখ্য যাত্রী।বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোছলেহ উদ্দিন জানান,রুমায় যাওয়ার সময় মুরুংবাজার এলাকায় একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে যায়।বান্দরবানের সঙ্গে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সড়কের সংস্কার কাজ করছে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ২০ ইসিবি।তারা সড়ক যোগাযোগ চালু করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে।এতে সড়ক বিভাগ সব ধরনের সহায়তা দিবে।রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান,রুমায় যাওয়ার সময় রোয়াংছড়ি ইউনিয়নের মুরুংবাজার এলাকায় একটি ট্রাক বেইলি ব্রিজ ভেঙে নিচে পড়ে।এ ঘটনায় ট্রাক ড্রাইভার মারা গেছে।নিহতকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।এদিকে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক দুর্ঘটনায় নিহত ট্রাক চালক আব্দুল গফুর এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।দুর্ঘটনার পরপরই পার্বত্য মন্ত্রীর শোক জানানোর বিষয়টি নিশ্চিত করেন পার্বত্য মন্ত্রীর একান্ত সহকারী সচিব সাদেক হোসেন চৌধুরী।এমন দুর্ঘটনায় পার্বত্য মন্ত্রী বান্দরবানের অভ্যন্তরীণ সড়কে দীর্ঘদিন আগে নির্মিত বেইলি ব্রীজগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন।শোক বার্তায় তিনি শুধুমাত্র বান্দরবান-রুমা সড়কে ৪৬টি ঝুকিপূর্ণ বেইলি ব্রীজ আছে উল্লেখ করে বহু বছরের পুরনো এসব বেইলি ব্রীজের কারণে আরও প্রাণহানি এবং জানমালের নিরাপত্তা হুমকির মুখে পরেছে বলে মন্তব্য করেন।পাশাপাশি মন্ত্রী বীর বাহাদুর অনতিবিলম্বে অত্যধিক ঝুঁকিপূর্ন এসব বেইলি ব্রীজ চিহ্নিত করে প্রাণহানি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে এসব বেইলি ব্রীজ নির্মাণের জন্য সড়ক ও সেতু মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
February 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!